দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ

Home Page » জাতীয় » দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
সোমবার, ৩ অক্টোবর ২০২২



শাকিব খানের তিন পুত্র
বঙ্গনিউজ ডেস্কঃ   বর্তমানে বাংলাদেশের সর্বাধিক আলোচিত ঘটনা হচ্ছে শাকিব খান এবং বুবলীর পুত্র সন্তান শেহজাদ খান বীর। দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে নিজেরাই ঘোষণা দিয়েছেন পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন তারা, প্রকাশ করেছেন সন্তানের ছবিও।

এর আগে একই ঘটনা ঘটেছিলো অপু বিশ্বাসের ক্ষেত্রেও। একসাথে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেয়া এই জুটিকে নিয়ে শুরু থেকেই প্রেমের গুঞ্জন থাকলেও দুজন বরাবরই সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছিলেন৷ কিন্তু এই সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০১৮ সালে শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়কে নিয়ে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হন অপু বিশ্বাস। সকলের সামনে প্রকাশ করেন ২০০৮ সালেই বিয়ে করেছিলেন তারা।

তবে বীর এবং জয়কে নিয়ে আলোচনার মাঝেই জানা গিয়েছে, বীর শাকিব খানের দ্বিতীয় নয় বরং তৃতীয় সন্তান। শাকিব খান সুপারস্টার হওয়ার আগে সম্পর্কে জড়িয়েছিলেন রাত্রি নামে এক অভিনেত্রীর সাথে। এফডেসির চতুর্থ গ্রেডের শিল্পী ছিলেন তিনি। সম্পর্কের একপর্যায়ে সন্তান সম্ভবা হয়ে যান তিনি। আর এরপরেই তাদের সম্পর্কের অবনতি শুরু হয়। রাত্রিকে গর্ভপাতের পরামর্শ দেন শাকিব কিন্তু রাত্রি তার প্রস্তাব উপেক্ষা করেন। পরবর্তীতে রাত্রির সাথে আর যোগাযোগ রাখেননি তিনি।

এই ঘটনার পরে রাত্রি বিষয়টি নিয়ে আর সামনে না আগালেও এফডিসির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এমনকি শাকিবের ঘনিষ্ঠ একটি মহল দাবি করেছে রাত্রির সামাজিক অবস্থান অপু-বুবলীর মত না হওয়াতেই তার সন্তানের স্বীকৃতি দেননি শাকিব।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিলো বুবলীর সাথে সম্পর্কে জড়িয়েছেন শাকিব খান এবং বুবলীর কারণেই শাকিব-অপুর বিচ্ছেদ হয়েছে। এমনকি বুবলী যে শাকিবের সন্তানের মা হয়েছেন ২০২০ সালেই এমন সংবাদ ছড়িয়ে পড়েছিলো। তবে ওইসময়ে এ বিষয়ে শাকিব-বুবলী কেউই মুখ খোলেননি।

বাংলাদেশ সময়: ১৯:০২:০১   ৪৯৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


জো বাইডেন হোঁচট খেয়ে পড়ে গেলেন !!
আজ ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
১০ বছর চাঁদা দিলে মিলবে আজীবন পেনশন
জাতীয় সংসদে বাজেট ২০২৩-২০২৪ উপস্থাপিত হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি: তথ্যমন্ত্রী
এরদোয়ানের বিজয়ে রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ
রাশিয়া কম দামে জ্বালানি বিক্রি করলে, আমরা কিনব-শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে ভারত কি ভাবছে
বাংলাদেশ সংঘাত চায় না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সাফজয়ী ফুটবল কোচের পদত্যাগের ঘোষণা, নেপথ্যে কি


Bongo News News Archive

আর্কাইভ