শুরু হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

Home Page » জাতীয় » শুরু হলো ইজতেমার দ্বিতীয় পর্ব
শুক্রবার ● ২০ জানুয়ারী ২০২৩


সংগৃহীত ছবি-জুম্মার নামাজ আদায় করছেন মুসুল্লীরা

বঙ্গ-নিউজ:  টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমা এই দ্বিতীয় পর্ব।

আজ শুক্রবার হওয়ায় তুরাগ তীরে জুমার নামাজ আদায় করেছেন দেশি বিদেশি মুসল্লি। নামাজে ইমামতি করেন মাওলানা সাদ আহমদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

এই পর্বের ইজতেমায় অংশ নিতে মঙ্গলবার মাঠ বুঝে নেওয়ার পর থেকেই দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেন।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির তরফ থেকে জানানো হয়েছে, তুরাগ তীর এখন লাখো মুসল্লির পদচারণায় মুখরিত। জিকির-আসকারে সময় পার করছেন মুসল্লিরা।

প্রসঙ্গত, তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। এতে অংশ নেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। দ্বিতীয় পর্ব শুরু হলো আজ ২০ জানুয়ারি, চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। তাতে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

বাংলাদেশ সময়: ২০:২৭:১৬ ● ২৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ