মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে

Home Page » জাতীয় » মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে
শুক্রবার ● ২০ জানুয়ারী ২০২৩


সংগৃহীত ছবি-আজকের সর্বনিম্ন তাপমাত্রা

বঙ্গ-নিউজ:  তীব্র শীতে কাঁপছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মানুষ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। আজ  সকালে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার কমে তা ৫ দশমিক ৬ ডিগ্ৰিতে নেমেছে। চলতি বছরের শীত মৌসুমে শ্রীমঙ্গলে তাপমাত্রা ওঠানামা করছে। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে। এতে শীত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন ছিন্ন-মূল ও নিম্ন আয়ের মানুষ। উপজেলার রামনগরের লেবু ব্যবসায়ী ছুরুক আহমদ বলেন, চা-বাগান ঘেরা চায়ের রাজ্য শ্রীমঙ্গলে বেড়েছে শীতের তীব্রতা। বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে। কোনো কোনো দিন সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারদিক।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নওগাঁর বদলগাছীতে ৬ ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ২০:৩৭:০৪ ● ২৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ