পাকিস্তানে দূরপাল্লার ট্রেনে বিস্ফোরণ, নিহত ২, আহত ১০

Home Page » জাতীয় » পাকিস্তানে দূরপাল্লার ট্রেনে বিস্ফোরণ, নিহত ২, আহত ১০
বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৩


সংগৃহীত ছবি- পাকিস্তানের একটি ট্রেনে বিস্ফোরণ

বঙ্গ-নিউজ: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি দূরপাল্লার ট্রেনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ  সকালে বেলুচিস্তান থেকে খাইবার পাখতুনখোয়াগামী জাফর এক্সপ্রেস ট্রেন পাঞ্জাবের চিচাওয়াতনি পৌঁছালে এ বিস্ফোরণ ঘটে।

শাহীওয়াল ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার ফয়সাল শেহজাদ জানিয়েছেন, কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট ও পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির টিম ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্ফোরণের প্রকৃতি জানার চেষ্টা চলছে।

মুলতানের ডিএসপি হাম্মাদ হাসান সাংবাদিকদের বলেছেন, বিস্ফোরণের নানারকম ব্যাখ্যা তদন্তকারী ও ট্রেনযাত্রীদের বরাত দিয়ে ছড়ানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত রেলওয়ের তরফ থেকে বিস্ফোরণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। পুলিশের তদন্তও চলমান রয়েছে।

তিনি বলেন, আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বর্ণনা জানার চেষ্টা করছি। যতদূর জেনেছি, পরপর কয়েকটি ঘটনা ঘটেছে। চিচাওয়াতনি পৌঁছার আগে চালক কয়েকটি কোচে সমস্যা দেখতে পেয়ে ট্রেনটি একবার থামিয়েছিলেন।

পাকিস্তান রেলওয়ের মুখপাত্র বাবর আলী বলেন, রেলওয়ে পুলিশের সুপার ঘটনাস্থলে পৌঁছেছেন। শীঘ্রই ঘটনার বিস্তারিত জানানো হবে।

এর আগে গতবছর জানুয়ারিতে বোমা বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর কয়েকজন সদস্য হতাহত হয়। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা ওই হামলার দায় স্বীকার করেছিল।

বাংলাদেশ সময়: ১৯:৫১:১০ ● ২৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ