মধ্যনগরে আগুনে পুড়ে মরলো চারটি গরু, ভয়ে প্রান হারালো এক নারী

Home Page » সারাদেশ » মধ্যনগরে আগুনে পুড়ে মরলো চারটি গরু, ভয়ে প্রান হারালো এক নারী
রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৩


আগুনে পুড়ে মরলো চারটি গরু, প্রান হারালো এক নারী

সাজেদা আহমেদ, বিশেষ প্রতিনিধি, জলবায়ু ও পরিবেশ :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল বসতভিটা সহ দু’টি ঘর।পুড়ে মরলো চারটি গরু। আগুনের ভয়াবহতা দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করে এক নারী।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের আব্দুল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘর থেকে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালান কৃষক আব্দুল আলী। মশার কয়েল থেকে হঠাৎ আগুনের সূত্রাপাত হয়। গোয়াল ঘরে থাকা খরের গাদায় আগুন লাগে।এতে গোয়ালঘরে ছয়টটি গরুর মধ্যে চারটি পুড়ে মারা যায় অপর দুইটি গরু মারাত্মক ভাবে পুড়ে আহত হয়েছে। আগুনের ভয়াবহতা দেখে প্রতিবেশী রোজ আলীর মেয়ে দুই সন্তানের জননী রেহেনা বেগম(৩৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করে। রেহেনা বেগম দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসত ঘরের মালিক আনোয়ার হোসেন বলেন ‘আমরার জানডা লইয়া বাচঁছি, ঘরের কিছুই লইয়া বাইর অইতে পারছিনা।নগদ টেহা পইসা সহ বেকতাই পুইড়া ছাই হইলো।’

মধ্যনগর থানায় কর্মরত এসআই ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করে এ প্রতিবেদককে জানান,
‘গোয়ালঘরে রাখা মশা তাড়ানোর কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ৬টি গরুর ৪টি পুড়ে মারা গেছে ২টির অবস্থা আশংকাজনক। আগুনের ভয়াবহতা দেখে প্রতিবেশী হৃদরোগে আক্রান্ত রেহেনা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।ক্ষতিগ্রস্থদের সরকারি সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:২৩:২৯ ● ৪৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ