যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত

Home Page » জাতীয় » যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত
বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৩


প্রতীকি ছবি- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

বঙ্গ-নিউজ: সড়ক দুর্ঘটনা যেন থামছেনা কিছুতেই। এবার রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। নিহত ছাত্রের নাম ওমর ফারুক পলক (২৪)। এ সময় জুয়েল রানা নামে আরেক ছাত্র আহত হয়েছেন। তারা দুজনই ডেমরায় বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলকের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। তবে তিনি যাত্রাবাড়ীতে মামার বাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

পলকের আত্মীয় নাদিম হোসেন বলেন, সকালে পলক মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জুয়েল। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আসলে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় আশিয়ান বাস। এতে গুরুতর আহত হয় তারা। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক পলককে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০:২৯:৫৬ ● ২৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ