গাজায় বিমান হামলা চালাল ইসরায়েল

Home Page » জাতীয় » গাজায় বিমান হামলা চালাল ইসরায়েল
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



গাজায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়।

বঙ্গ-নিউজ: গাজায় বিমান হামলা চালাল ইসরায়েল। সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই বিমান হামলা শুরু হয় । গতকাল পশ্চিম তীরের নাবলুসে ১১ ফিলিস্তিনিকে হত্যার পর আজ গাজায় বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

জানা গেছে, নাবলুসে ইসরায়েলি বাহিনীর হাতে ১১ ফিলিস্তিনি হত্যার জবাবে আজ ভোরের দিকে গাজা উপত্যকার ফিলিস্তিনি প্রতিরোধযোদ্ধারা দখলদার বসতি লক্ষ্য করে কয়েকটি রকেট ছোঁড়ে। এ সময় সেদরত ও আশকেলন শহরে বিমান হামলা সতর্কতা জারি করে দখলদার বাহিনী।

ফিলিস্তিনি সূত্রগুলো গাজা থেকে কমপক্ষে আটটি রকেট ছোঁড়া হয় বলে জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর ছয়টি রকেট ভূপাতিত করার কথা জানিয়েছে। এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনি কোনো সংগঠন এখনও রকেট হামলার দায় স্বীকার করেনি।

এর আগে গতকাল সন্ধ্যায় ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদ নাবলুসের ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, নাবলুসে দখলদারদের আগ্রাসন এক গুরুতর অপরাধ, যার জবাব দিতেই হবে।

পৃথক বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু ওবেইদা বলেন, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধযোদ্ধারা দখলকৃত পশ্চিম তীরে আমাদের জনগণের বিরুদ্ধে শত্রুর অপরাধে চোখ রাখছে। আমাদের ধৈর্য্য সীমা হারাচ্ছে।

ফিলিস্তিনি সাংবাদিকরা জানিয়েছেন, আজ সকালে ইসরায়েলি বিমান বাহিনী গাজা উপত্যকায় হামলা শুরুর ঘোষণা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উপত্যকার অন্তত ছয়টি স্থানে ইসরায়েলি বোমাবর্ষণের ফলে কালো ধোঁয়ার কুণ্ডলী ওঠার কথা জানা গেছে।

নাবলুসে দখলদার বাহিনীর বুধবারের আগ্রাসনকে ২০০০-২০০৫ সময়কালের ফিলিস্তিনি জাগরণ বা দ্বিতীয় ইন্তিফাদার পর অন্যতম রক্তক্ষয়ী সামরিক অভিযান বিবেচনা করা হচ্ছে। সেখানে ফিলিস্তিনি বসতিতে নির্বিচার গুলিবর্ষণে গতকাল একদিনে কমপক্ষে ১১ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে তিনজন ষাটোর্ধ্ব বয়সের পুরুষ, একজন ১৬ বছরের কিশোর। এ সময় আরও ৮২ জন গুলিবিদ্ধসিহ শতাধিক মানুষ আহত হয়।

এর আগে গতমাসে পশ্চিম তীরের আরেক বসতি জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে একদিনে নয়জনের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হয়েছিল অর্ধশত ফিলিস্তিনি।

বাংলাদেশ সময়: ২০:১৬:৪০   ১২৪ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


জাতীয় সংসদে বাজেট ২০২৩-২০২৪ উপস্থাপিত হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি: তথ্যমন্ত্রী
এরদোয়ানের বিজয়ে রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ
রাশিয়া কম দামে জ্বালানি বিক্রি করলে, আমরা কিনব-শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে ভারত কি ভাবছে
বাংলাদেশ সংঘাত চায় না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সাফজয়ী ফুটবল কোচের পদত্যাগের ঘোষণা, নেপথ্যে কি
কেন বাংলাদেশের নির্বাচনকে এত গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র?
ইউক্রেনের হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ২৫ জন হতাহত
পরাজয় মেনে নিয়েছি: আজমত উল্লাহ খান


Bongo News News Archive

আর্কাইভ