ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে

Home Page » অর্থ ও বানিজ্য » ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩



মার্কিন ডলার

বঙ্গ-নিউজ: দেশে বৈধ উপায়ে রেমিটেন্ট পাঠাতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের সুফল মিলছে। গেল কয়েক মাস থেকে এ ধারা অব্যাহত থাকায় বাড়ছে রিজার্ভও। সদ্য বিদায়ী ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার পাঠিয়েছে প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ হাজার ৭০৫ কোটি টাকা (ডলার প্রতি ১০৭ টাকা ধরে)।

তবে আগের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার কম রেমিট্যান্স এসেছে। এদিকে প্রবাসী আয় কমলেও চলতি অর্থবছরের প্রথম আট মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৪ দশমিক ৪৭ শতাংশ। ১ মার্চ, বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে আসে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, চল‌তি ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) ৮ মাসে ১ হাজার ৪০১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার পাঠিয়েছে প্রবাসীরা। আগের অর্থবছরের একই সময় এসেছিল ১ হাজার ৩৪৩ কেটি ৮৫ লাখ মার্কিন ডলার।

ফেব্রুয়ারির মাসে প্রবাসী আয় এর আগের মাস জানুয়ারির চেয়ে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা ২০ দশমিক ২৯ শতাংশ কম এসেছে। গেল জানুয়ারি মাসে দেশে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ফেব্রুয়ারিতে ২৭ কোটি ৫৭ লাখ ১০ হাজার ডলার এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে। ১২৪ কোটি ৫ লাখ ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া ৩ কোটি ৮৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে।

২০২১-২২ অর্থবছরে মোট ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। আর ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার এসেছিল।

দেশে রিজার্ভ ঘাটতির পর থেকে প্রবাসী আয় বাড়াতে নানা পদক্ষেপ নেয় সরকার। এরমধ্যে রেমিটেন্সের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা, রেমিট্যান্স প্রেরণকারীদের সিআইপি সম্মাননা প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ প্রবাসী আয় বাড়াতে দারুন প্রভাব রাখে।

বাংলাদেশ সময়: ২১:১৬:১২   ৮৯ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই ,পরে উদ্ধার
ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে
ডলারের অভিন্ন বিনিময় হার নির্ধারণ করতে বলেছে আইএমএফ
তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ১১ হাজার কোটি
ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা হচ্ছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
মধ্যনগর উপজেলায় এনআইএলজি’র তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ
ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকট: নিরসনে নতুন উদ্যোগ
ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির সর্বোচ্চ দাম পতন
প্রাপ্তবয়স্ক সব নাগরিক পেনশন সুবিধার আওতায় আসবে
অবশেষে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করা হলো


Bongo News News Archive

আর্কাইভ