শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরী - সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন

Home Page » জাতীয় » শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরী - সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন
বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০২৩


শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরী - সর্বস্তরের মানুষ শ্রদ্ধা
বঙ্গনিউজঃ   গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনা হয়।

সকাল ১০টা ২০ মিনিট থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। সর্বস্তরের মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবেও তাঁকে শ্রদ্ধা জানানো হবে। দুপুর ১টা পর্যন্ত মরদেহ শহীদ মিনারে রাখা হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১:১৬:৫৮ ● ৪৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ