শাহনাজ পারভীন মিতার কবিতা - ‘ জীবন ও যুদ্ধ’

Home Page » সাহিত্য » শাহনাজ পারভীন মিতার কবিতা - ‘ জীবন ও যুদ্ধ’
শুক্রবার ● ৭ জুলাই ২০২৩


জীবন ও যুদ্ধ
জীবন এক কঠিন সত্য
হিমালয়ের মত স্হির অবিচল,
সৃষ্টিকর্তার এক অপার রহস্য
চলমান এই জীবন পরিক্রমায়।
কখনও হটাত মৃত্যুর হাতছানি
দীর্ঘ বিষাদময় অপেক্ষার বিভাবরী,
পার হয় না প্রতীক্ষার প্রহর
মৃ্ত্যুর আড়ালে কাঙ্ক্ষিত নহর।
যেখানে বয়ে যাবে সুখের নদী
মৃত্যুর আড়ালে জীবনের মুরতি।
পৃথিবীর মাঝে ক্ষণিকের মেহমান
তবে কেনো এত দীর্ঘ লড়াই,
সমাজ সংসারে দেশ থেকে দেশে।
যে যুদ্ধ শিশু ফিলিস্তিনে
ইসরাইলের ক্রমাগত আগ্রাসনে,
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধবিমান
মুহুর্মুহু আঘাতে যে শিশুর চিৎকার।
জম্মু কাশ্মীরে রাস্তায় রাস্তায়
কিসের সে নিরাপত্তা বলয়!
নিজের দেশে নিজেই পরাধীন
সংসারের মতই দ্বন্ধের আস্তাবলে।
আমাজনের ওই গভীর জঙ্গলে
কিসের নেশায় শিকারী খুঁজে ফেরে,
গভীর থেকে গভীরে শ্বাপদসংকুল
জীবনের মায়া তুচ্ছ করে!
পৃথিবীর বুকে নভোযানে অজানা গন্তব্যে
নতুন পৃথিবীর খোঁজে কি চায় সে!
আমি বা আমরা
চাই না সুখী যাপীত জীবন,
মানুষ হয়ে জগত সংসারে
মোহ আর মায়া এই দ্বন্ধে।
বেঁচে থাকি গভীর দহনে
হৃদয়ের রক্তক্ষরণের অভিস্রবণে,
জীবন এক নিরন্তর যুদ্ধ
দেশ কাল সমাজের,
যেখানে হৃদয় রক্তাক্ত
জীবনের অখন্ড মানচিত্রে,
বেয়নেটের খোঁচায় খোঁচায়!
তবুও এ লড়াই বাঁচার লড়াই
হারজিত কিছু নাই ।

শাহনাজ পারভীন মিতা

বাংলাদেশ সময়: ১৪:৪৫:০২ ● ৩৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ