চট্টগ্রাম উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

Home Page » জাতীয় » চট্টগ্রাম উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
রবিবার ● ৩০ জুলাই ২০২৩


চট্টগ্রাম উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

বঙ্গ-নিউজঃ    চট্টগ্রাম-১০ আসনের (ডবলমুরিং-হালিশহর) উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় নিউ টাগারপাস প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮টার পরপরই ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। ভোট দেওয়া শেষে তিনি বলেন, ‘ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’

এ সময় মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ জ্যেষ্ঠ নেতারা সঙ্গে ছিলেন।

রোববার সকাল ১০টা নাগাদ এ উপনির্বাচনের ভোটগ্রহণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, এই আসনে মোট ভোটার চার লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এখানে ১৫৬টি ভোটকেন্দ্রের ২০১টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হচ্ছে।

এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।

গত ২ জুন আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুতে জাতীয় সংসদের এই আসনটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১২:১০:১৯ ● ২০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ