কোটি টাকার বেশি জমা আছে এমন অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে

Home Page » অর্থ ও বানিজ্য » কোটি টাকার বেশি জমা আছে এমন অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে
বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩


ফাইল ছবি- বাংলাদেশ ব্যাংক

বঙ্গ-নিউজ:দেশের ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি পরিমাণে জমা আছে এমন অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই সংখ্যা বেড়েছে ৩ হাজার ৩৬২টি। ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এক কোটি টাকার বেশি জমা আছে এমন অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ১৯২টি। তবে জুন মাসের শেষে এই সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৫৪টি।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্চ মাস শেষে ১ লাখ ১০ হাজার ১৯২টি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা ছিল ৬ লাখ ৯০ হাজার ৮৭৭ কোটি টাকা। পরে জুন মাস শেষে ১ লাখ ১৩ হাজার ৫৫৪টি অ্যাকাউন্টে মোট জমা ছিল ৭ লাখ ৩১ হাজার ৩৩২ কোটি টাকা।

বিশ্লেষকরা মনে করেন, দেশের সাধারণ মানুষ যখন দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন, তখন নতুন ধনীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার মানে হলো বৈষম্য বাড়ছে।

তবে, এক কোটি টাকার ওপরে জমা থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলো শুধু ব্যক্তির নয়, এগুলোর মধ্যে প্রতিষ্ঠানের মালিকানাও আছে।

বাংলাদেশ সময়: ৯:৪২:০৬ ● ২১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ