গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বন্ধে সাবেক মেয়র জাহাঙ্গীরের আহ্বান

Home Page » অর্থ ও বানিজ্য » গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বন্ধে সাবেক মেয়র জাহাঙ্গীরের আহ্বান
বুধবার ● ১ নভেম্বর ২০২৩


জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ   গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বন্ধের আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। মঙ্গলবার বিকেলে ৪৩টি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে এ আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বুধবার থেকে গাজীপুরের সব কারখানা খুলে দিতে কারখানা মালিকদের অনুরোধ করেন জাহাঙ্গীর। তিনি বলেন, ‘গার্মেন্টস মালিকেরা অভিভাবক এবং শ্রমিকরা তাদের অংশীদার। আমরা অনুরোধ করব শ্রমিকদের নামে কোনো রাজনৈতিক দল যেন আমাদের রাস্তাঘাটে ভাংচুর, শিল্প কারখানা, বাড়িঘরের ক্ষতি করতে না পারে। পুলিশ প্রশাসন যেন সার্বিকভাবে পোশাক কারখানায় নিরাপত্তা নিশ্চিত করে।’

গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি বলেন, ‘শ্রমিক সংগঠনের নেতা–কর্মী ভাইদের বলতে চাই, অনেক দিন কষ্ট করেছেন, আরও একটু অপেক্ষা করুন। আপনাদের দাবি পূরণে সরকারকে অনুরোধ করব, দ্রুত যেন এর সমাধান করা হয় এবং শ্রমিকদের বেতন বাড়ানো হয়।’

গাছা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বলেন, গাজীপুরের কালিয়াকৈর-কোনাবাড়ী এলাকায় বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে যে আন্দোলন শুরু করেছে, তা এরই মধ্যে বিভিন্ন অঞ্চলের কারখানাগুলোতে ছড়িয়ে পড়েছে, যা অনাকাঙ্খিত। শ্রমিক সংগঠনসমূহ ঐক্যবদ্ধভাবে বোর্ডের কাছে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করেছেন। এ নিয়ে বোর্ডে আলাপ–আলোচনা চলছে। আগামী ১ নভেম্বর মজুরি বোর্ডের ৫ম সভা অনুষ্ঠিত হবে। মজুরি বোর্ড শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে ৩০ নভেম্বর মধ্যেই একটি গ্রহণযোগ্য মজুরি ঘোষণা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

বাংলাদেশ সময়: ১১:৩৮:৪২ ● ১২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ