ঘরে ফেরার আকুতি - মোজাফফর বাবু

Home Page » সাহিত্য » ঘরে ফেরার আকুতি - মোজাফফর বাবু
শনিবার ● ৪ নভেম্বর ২০২৩


ঘরে ফেরার আকুতি

শ্বেত আসমান ঘুটঘুটে অন্ধকার
পরগাছা ভর করে আমাদের জমি জিরাত- ফুল ফসলের সংসার!
কুসুম বেলায় উড়ছে বারুদের ধোঁয়া
কাকেরা নিরঙ্কুশ করে অধিকার!
দুঃসহ যন্ত্রণার করুণ আর্তনাদ
থার্মোমিটারে মাপা যায় না প্রকৃতির উত্তাপ।
দাঁতাল দজ্জালের বারুদ ভরা চোখ,
গুপ্ত ওয়াইট সেল হার মানে গাজায় ।

তুলতুলে আদর মাখা সোনামুখ
কাফ্রি বসনে ওরা সবাই নিশ্চুপ
বর্বর চেঙ্গিস খানও হার মানে
যেন ভয়াবহ ডিপোলোডকসের যুগ ।
তাপে তাপে বিশ্ব আজ ক্ষত- বিক্ষত
কাশ্মীর কারগিল কৃষ্ণাঙ্গ সিংহলী সোনালী মাছ সেজে গিলে খায় গোত্র
আর শিষ্টাচার শোনায় অভয় বাণী,
চতুর্দিকে পোড়ামাটির ধ্বংসস্তুপ
ঝরাপাতা শোনায় করুন আর্তনাদ ।

অবুঝ হরিণের গতরে চিতার আঘাত
সভ্যতার বুকে নগ্নতার ছুরিকাঘাত,
গিরগিটি রং পাল্টায় মানব হয় ভৃত্য
প্রজাপতি দগ্ধ নেকড়ে খুনে রপ্ত
আহত হয় বৃক্ষ
তামা হয়ে যায় ঘাস
অভুক্ত লাখ শিশু- সাম্য ন্যায়
বিশ্ব মোড়লের সুতীক্ষ্ণ চিৎকার যেন
নিজেকে জাহির কারার ঘৃন্য হাতিয়ার ।

ভস্ম হয় ফিলিস্তিনের রুগ্নাবাস গির্জা
আশাহত স্বপ্ন কাঙাল হয় ভালোবাসার।
ধরপাকড় খুনে গুমে হারায় মানুষ
জলন্ত চিতায় রুটি ভাজে রোজ।
সর্বনাশা টর্নেডো ভয়ার্ত রূপ
বাবার কাঁধে সন্তান হারানোর শোক ।

শকুনের হাড়মজ্জায় মিথ্যার বসতি
মৃত চাদর ছিঁড়ে-ফুরে ধরবে হাল
ফিনিক্স পাখির মতো দাঁড়াবে ঘুরে
ক্লীবত্বই হবেই হবে এর যোগ্য পুরস্কার ।

মোজাফফর বাবু

বাংলাদেশ সময়: ২৩:০৮:১৮ ● ২২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ