আতঙ্কে রোগী,গাজায় হাসপাতালে গোলাগুলি বিস্ফোরণ

Home Page » বিশ্ব » আতঙ্কে রোগী,গাজায় হাসপাতালে গোলাগুলি বিস্ফোরণ
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩


গাজার আল-শিফা হাসপাতাল

বঙ্গনিউজঃ     ফিলিস্তিনের গাজার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা এই হাসপাতাল থেকে কার্যক্রম চালাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানের কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।

হাসপাতালে থাকা চিকিৎসক আহমেদ বলেন, পরিস্থিতি খুব খারাপ। হাসপাতাল ক্যাম্পাসে ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার দেখেছি। ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আমরা চারদিকে বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। আমরা সবাইকে শান্ত এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি।

আরেকজন চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর অভিযানে হাসপাতালের রোগী, বাস্তুচ্যুত মানুষ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ওই হাসপাতাল চত্বরে নারী, শিশুসহ কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। তাদের জীবন ঝুঁকির সম্মুখীন। অভিযানে ৬৫০ জন রোগী আটকা পড়েছেন যাদের মধ্যে ১০০ জনের অবস্থা সংকটাপন্ন।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা সামরিক ট্যাঙ্ক ও কমান্ডো সৈন্যদের হাসপাতালের প্রধান জরুরি বিভাগে ঢুকতে দেখেছেন।

এদিকে যুক্তরাষ্ট্র বলছে, আল-শিফা হাসপাতালে হামাসের একটি কমান্ড সেন্টার রয়েছে বলে ইসরায়েলের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

জ্বালানি সংকটে থাকা হাসপাতালের একজন চিকিৎসক জানান, সেখানে গণকবরে ২০০ রোগীকে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৬:৪০ ● ১৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ