ওবায়দুল কাদেরের সঙ্গে হঠাৎ সাকিব

Home Page » জাতীয় » ওবায়দুল কাদেরের সঙ্গে হঠাৎ সাকিব
শুক্রবার ● ২৪ নভেম্বর ২০২৩


 ওবায়দুল কাদের - সাকিব আল হাসান

বঙ্গ-নিউজঃ ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রাজনীতিতে আত্মপ্রকাশের পথে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তিনি। বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে যান সাকিব। এর ঘণ্টাখানেক পর তিনি ওবায়দুল কাদেরের সঙ্গে একান্তে বৈঠক করেন। তবে বৈঠকের বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি সাকিব।

উল্লেখ্য, ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব আল হাসান। মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪:৪২:০১ ● ১৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ