রবিউল মাশরাফী- এর কবিতা প্রজাপতি মেঘ

Home Page » সাহিত্য » রবিউল মাশরাফী- এর কবিতা প্রজাপতি মেঘ
শনিবার ● ২৫ নভেম্বর ২০২৩


প্রজাপতি মেঘ

রাতের আকাশে নিত্য ছুটে চলা বিমানের হাঁক
গাড়ির আওয়াজ আর যানজটের অসহ্য নগরী
জড় পদার্থের মতো বেঁচে থাকা এই ক্লান্ত দেহে
একদিন কৌতুহলে চলে যাই দূর বহুদূরে
থানছি তিন্দু নাফাখুম রিম্যাক্রীর ঝর্ণা ঝিরি বনে।
নরম মেঘের ফেনা কী দারুণ সিক্ত করে মন
যতদূর চোখ যায় দেখা যায় গাছের পাতার
সবুজ চাদরে ঢাকা উঁচু নিচু পাথর পাহাড়
পাহাড়ের ফাঁকে ফাঁকে ভেসে চলে মেঘের জাহাজ
শরীরের পাশ ঘেঁষে দুধসাদা কুয়াশার মেঘ-
ফোলা বেলুনের ন্যায় উড়ে যায় দূর দূরান্তরে
বৃক্ষের চূড়ায় দেখি হস্তীরূপ কৃষ্ণকালো মেঘ
ভাবিনি কখনও আগে বন-মাঝে এত রূপ আছে
সোনাঝরা এই দেশে মধুরূপ ছোট্ট বাংলাদেশে।
হৃদয় দোলানো সাঙ্গু, মায়াময় পাথরের নদী
নীলগিরির প্রজাপতি মেঘেদের লুকোচুরি খেলা
শান্তশ্রী বনের কী যে মোহনীয় রমণীয় রূপ
স্বল্প বস্ত্র পরিহীতা মেয়েদের লাজুক চাহনি
কী করে যে ভুলে যাব, স্মৃতি থেকে মুছে যাবে সব!
আনন্দে আপ্লুত মন ফুলে ওঠে দু’চোখের জলে
সকল প্রশংসা তাঁর যে করেছে প্রকৃতি নির্মাণ
সকল প্রশংসা তাঁর যে করেছে আমাকে নির্মাণ।

রবিউল মাশরাফী-

বাংলাদেশ সময়: ১৮:১৬:৩৩ ● ২০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ