ব্যবসার মূল ঝুঁকি বাংলাদেশে জ্বালানি সরবরাহে ঘাটতি

Home Page » অর্থ ও বানিজ্য » ব্যবসার মূল ঝুঁকি বাংলাদেশে জ্বালানি সরবরাহে ঘাটতি
বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০২৪


লোগো

বঙ্গনিউজঃ  বাংলাদেশের ব্যবসায়ীদের ওপর পরিচালিত আন্তর্জাতিক এক জরিপে দেখা গেছে, জ্বালানি সরবরাহে ঘাটতি নিকট মেয়াদে তাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বিশ্ব ঝুঁকি রিপোর্টে এ তথ্য রয়েছে। বুধবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত এ রিপোর্টে বাংলাদেশের অর্থনীতির প্রধান পাঁচটি ঝুঁকির উল্লেখ রয়েছে।

বাকি চারটি ঝুঁকি হলো– মূল্যস্ফীতি, অর্থনৈতিক নিম্নগতি, সম্পদ ও আয় বৈষম্য এবং সরকারের ঋণ ও নিম্ন-কর্মসংস্থান। একই স্কোর থাকায় ‘সরকারের ঋণ’ এর সঙ্গে ‘নিম্ন-কর্মসংস্থান’ পাঁচ নম্বর ঝুঁকি হিসেবে বিবেচিত হয়েছে। গত বছরের রিপোর্টে জ্বালানি সরবরাহের ঘাটতি প্রথম পাঁচ ঝুঁকির মধ্যে ছিল না।

‘এক্সিকিউটিভ ওপিনিয়ন সার্ভে’ নামে জরিপের মাধ্যমে বাংলাদেশসহ শতাধিক দেশে আগামী দুই বছর মেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া সার্বিকভাবে বৈশ্বিক ঝুঁকি পরিমাপের জন্য প্রায় ১ হাজার ৫০০ বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়েছে। বিশ্ব ঝুঁকি রিপোর্ট ২০২৪-এ আগামী দুই বছরের জন্য ‘গুজব এবং অপতথ্য’ এক নম্বর ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুজব ও অপতথ্য প্রসঙ্গে পর্যালোচনায় কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের নাম প্রসঙ্গক্রমে এসেছে। বলা হয়েছে, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে দুই বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। গুজব এবং অপতথ্যের বিস্তার নবনির্বাচিত সরকারের বৈধতাকে সংকটে ফেলে দিতে পারে। দীর্ঘ মেয়াদে বিশ্বের এক নম্বর ঝুঁকি ‘প্রতিকূল আবহাওয়া’।

গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ‘বিশ্ব ঝুঁকি উপলব্ধি’ নামে জরিপ পরিচালিত করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। এ ছাড়া অংশীদার প্রতিষ্ঠানের মাধ্যমে ১১৩টি দেশে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাহীদের ওপর ‘নির্বাহী মতামত জরিপ’ পরিচালিত হয়। বাংলাদেশে এ জরিপে অংশীদার প্রতিষ্ঠান ছিল গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

জানতে চাইলে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম  বলেন, জরিপে অংশগ্রহণকারী ৬৬ শতাংশ ব্যবসায়ী মনে করেন, আগামী দুই বছরের জন্য জ্বালানি সরবরাহের ঘাটতিকে তারা প্রধান ঝুঁকি মনে করছেন। উত্তরদাতারা বলেছেন, জ্বালানি ঘাটতির কারণে তাদের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। এরই মধ্যে বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানির দাম বেড়ে গেছে। আগামীতে জ্বালানির দাম এবং সরবরাহ নিয়ে তাদের যথেষ্ট উদ্বেগ রয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের গত বছরের রিপোর্টে ঝুঁকির বিবেচনায় মূল্যস্ফীতি ছিল এক নম্বরে। এবার দ্বিতীয় ঝুঁকি মূল্যস্ফীতি। এর ব্যাখ্যায় গোলাম মোয়াজ্জেম বলেন, মূল্যস্ফীতি যে আগের চেয়ে কমে যাবে সেই বিবেচনায় নয়, ব্যবসায়ীদের কাছে জ্বালানি সরবরাহের ঘাটতি নিয়ে উদ্বেগ মূল্যস্ফীতির চেয়ে বেশি। উচ্চ মূল্যস্ফীতি নিয়েও ব্যবসায়ীদের যথেষ্ট উদ্বেগ রয়েছে। কেননা, মূল্যস্ফীতি বেশি থাকলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায়। এর ফলে ব্যবসায়ীদের উৎপাদন ও বিক্রির ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

বাংলাদেশের তৃতীয় ঝুঁকি প্রসঙ্গে সিপিডির গবেষণা পরিচালক বলেন, অর্থনীতিতে নিম্নগতি থাকতে পারে– এমন ঝুঁকি মনে করলে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন। অনেকে নতুন বিনিয়োগের পরিকল্পনা স্থগিত করেন। অন্য ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ঋণের ঝুঁকি আগের বছরগুলোতে প্রথম দিকে আসেনি। সরকারের ঋণের ঝুঁকি বেড়ে গেলে দেশের ক্রেডিট রেটিং কমে যায়। এ অবস্থায় বেসরকারি খাতে বৈদেশিক ঋণপ্রাপ্তিতে ঝামেলা হয় এবং সুদের হার বেড়ে যায়।

গত বছরের রিপোর্টে বাংলাদেশের প্রধান পাঁচটি ঝুঁকি ছিল– মূল্যস্ফীতি, ঋণ সংকট, পণ্যমূল্যের গুরুতর অভিঘাত, মানবসৃষ্ট পরিবেশ বিপর্যয় এবং সম্পদের ওপর ভূরাজনৈতিক প্রতিযোগিতা। অন্যদিকে, গত বছর স্বল্প মেয়াদে বিশ্বের প্রধান ঝুঁকি ছিল জীবনযাত্রার ব্যয়ের সংকট। আর দীর্ঘ মেয়াদে ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যর্থতা’ ছিল মূল ঝুঁকি।

বাংলাদেশ সময়: ৯:১৬:০০ ● ২৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
">

শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • মহানবী (সা.)-এর জীবনী পাঠের অপরিহার্যতা
    শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • জুলাই সনদ নিয়ে অসন্তুষ্টি : জামায়াত ও এনসিপি কতদূর যাবে
    শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ইউক্রেনে স্থল নৌ ও আকাশপথে সেনা পাঠাতে প্রস্তত ২৬ দেশ
    শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • বিশ্বজুড়ে ‘ওয়েপনস’-ঝড়, কী আছে এই সিনেমায় বিনোদন ডেস্ক
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • দেশে আসছে লোমহর্ষক সিনেমা ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’(Based on the true story)
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • নেইমারের মন্তব্যের কড়া জবাব দিলেন আনচেলত্তি
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • দেশত্যাগে নিষেধাজ্ঞয় জিএম কাদের ও তার স্ত্রী
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান, বাবরসহ সব আসামি আপিলেও খালাস ( ভিডিওসহ)
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • পাগলা মসজিদে দানের রেকর্ড ভাঙল, এবার মিলল ১২ কোটি টাকার বেশি
    রবিবার ● ৩১ আগস্ট ২০২৫

    আর্কাইভ