যে বার্তা দিল হুথি,সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

Home Page » বিশ্ব » যে বার্তা দিল হুথি,সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের
বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজঃ  যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এ ঘোষণা দেন।

বুধবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘ক্রমাগত হুমকি ও হামলার জবাবে যুক্তরাষ্ট্র হুথিদের (আনসারুল্লাহ নামে পরিচিত) বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে।

বলা হয়েছে, লোহিত সাগরে হুথিদের জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর পর বুধবার ওয়াশিংটন এই গোষ্ঠীটিকে ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে পুনরায় তালিকাভুক্ত করেছে।

এর জবাবে হুথিগোষ্ঠীর মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেন, লোহিত সাগর, আরব সাগর ও বাব আল-মান্দাব প্রণালি অতিক্রম করতে ইসরাইলি জাহাজ বা জাহাজগুলোকে আটকাতে হুথিদের অভিযানে যুক্তরাষ্ট্রের এ ঘোষণা কোনো প্রভাব ফেলবে না।

হুথিরা বলছে, ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে তাদের অভিযান চলছে এবং গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১০:০৪:৪৩ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ