তথ্য খুঁজতে ‘সার্কেল টু সার্চ’ কৌশল আনছে গুগল

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » তথ্য খুঁজতে ‘সার্কেল টু সার্চ’ কৌশল আনছে গুগল
রবিবার ● ২১ জানুয়ারী ২০২৪


ফাইল ছবি

তথ্য ও ছবি খুঁজতে আমরা নিয়মিত গুগল সার্চ করে থাকি। একই ধরনের একাধিক তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে অনেক সময় বেশ সমস্যা হয়। তবে কিছু কৌশল কাজে লাগিয়ে গুগলে দ্রুত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। ছবি বা ভিডিওতে এবার নির্দিষ্ট কোনো কিছু সম্পর্কে আলাদা করে তথ্য পাওয়ার সুবিধা আনছে গুগল। ‘সার্কেল টু সার্চ’ নামে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে তথ্য খোঁজার নতুন কৌশল যুক্ত করছে গুগল।

যার মাধ্যমে কোন কনটেন্ট বা ভিডিওতে সার্কেল দেওয়া, হাইলাইট করা, স্ক্রিবলিং বা ট্যাপ করলে স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের তথ্য প্রদর্শিত হবে। ফোনে ভিডিও দেখা, ছবি দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় কোনো ছবি বা মেসেজে কোনো বিষয় সম্পর্কে তথ্য জানতে সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহার করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪২ ● ৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ