সুনামগঞ্জে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

Home Page » সংবাদ শিরোনাম » সুনামগঞ্জে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১
মঙ্গলবার ● ৫ মার্চ ২০২৪


খাদে পড়ে উল্টে যাওয়া বাস। ফাইল ছবি

 

বঙ্গনিউজঃ     সুনামগঞ্জের শান্তিগঞ্জে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাহুল সরকার (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে ৯টায় উপজেলার নারাইনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহুল হবিগঞ্জ জেলার নাজিরপুর গ্রামের ভূষণ সরকারের ছেলে। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।

শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বরসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দিরাই উপজেলা আসছিল বাসটি। দিরাই মদনপুর সড়কের গাগলী নারাইনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় ১৫ জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় রাহুল সরকার নামে এক কিশোরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, রাতে দুর্ঘটনার কবলে পড়ে ১৫-১৬ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে রাহুল নামের এক কিশোর মারা গেছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকেই এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:৩১ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ