শাপলা -হাসান মিয়া

Home Page » সাহিত্য » শাপলা -হাসান মিয়া
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০২৪


শাপলা
হাসান মিয়া

পুকুর, দিঘি, জলাশয়, গাঙ্গের ঘাটলা
বিলে ঝিলে অগণিত ফোটে ফুল শাপলা।
বাতাসের শিহরণে দোলে ফুল শাপলা
শোঁ শোঁ সমীরণে বাজে যেন তবলা
কান পেতে শুনছি আমি নিরবে একলা।
আরও দোলে তালে তালে পদ্মফুল
সেই সাথে হেলে দোলে কলমি ফুল
পদ্ম, শাপলা হাসে ফুল ভোরবেলা
বালক বালিকা তুলে নিয়ে করে খেলা।
কেউ কেউ তুলে নিয়ে খায় রান্না করে
কেহবা তুলে নিয়ে খায় বর্তা করে।
কিশোরীরা তুলে নিয়ে খোঁপায় গোঁজে ফুল,
সেই সাথে ভালো লাগে তাদের কালো চুল।

শাপলা -হাসান মিয়া

বাংলাদেশ সময়: ১৬:১০:১২ ● ১৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ