আমি কি হঠাৎ করে বদলে গেছি- শাহ জামাল উদ্দিন

Home Page » সাহিত্য » আমি কি হঠাৎ করে বদলে গেছি- শাহ জামাল উদ্দিন
রবিবার ● ২৪ মার্চ ২০২৪


 আমি কি হঠাৎ করে বদলে গেছি

নিজেকেই নিজে প্রশ্ন করি
হঠাৎ করে বদলে গেছি আমি কি ?

সামান্যই পড়ে মনে মাঝে মাঝে-
দুই একটা কথা আর অল্প কিছু স্মৃতি
ছাপ্পান্ন বছর পরে দেখি আমি অনেক বদলে গেছি ।

অথচ এই মাত্র যেন ঘুম ভাঙলো আমার
আর কত দুরই বা যেতে পারবো
সময়ের সহযাত্রী হয়ে এই অল্প সময়ে ।

সামনে দেখি কিছু বুড়ো ডালপালা
আর ঝরে পড়া কয়েকটিমাত্র মরা পাতা ।

গন্তব্য দেখা যাচ্ছে-
তবুও কিছুদুর হেঁটে যেয়ে
কিছুক্ষন দাড়িয়ে থাকবো দিগন্তে -সঙ্গোপনে।
ছাগল
শাহ জামাল উদ্দিন

ঠিকাদারের পুকুরপাড়ে দিন কাটে তার বসে বসে
তবু ছাগল শুধুই হাসে
পাগল হয়ে কেবলই নাচে কার আনন্দে !

দিন কাটে তার না খেয়ে, পেট ভরে কি শুকনো ঘাসে
তবু ছাগল শুধুই হাসে
রুই কাতল আর বোয়ালমাছে ঠিকাদারের ভূরি নাচে
তবু ছাগল শুধুই হাসে
হড্ডি চামরা গেছে মিশে একটু খানি বেঁচে আছে ।

ঠিকাদারের পুকুরপাড়ে দিন কাটে তার বসে বসে
তবু ছাগল শুধুই হাসে
পাগল হয়ে কেবলই নাচে কার আনন্দে !

বাংলাদেশ সময়: ১৩:০১:৪৯ ● ১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ