“আন্তর্জাতিক সৃজনকলা পুরষ্কার-২০২৪” পেলেন রওশন রুবী

Home Page » সাহিত্য » “আন্তর্জাতিক সৃজনকলা পুরষ্কার-২০২৪” পেলেন রওশন রুবী
রবিবার ● ৭ এপ্রিল ২০২৪


রোশন রুবি

সৃজনশীল লেখনীর জন্য ICALDRC Linguistics Unit of Dhaka University রওশন  রুবী কে “আন্তর্জাতিক সৃজনকলা পুরষ্কার ২০২৪” প্রদান করেছে । ৩০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার  অডিটোরিয়ামে অনুষ্ঠিত Discussion on “Impact of Language & Literature on Enriching Minds and Inspiring Lives & The International Creative Arts Award-2024 Giving Ceremony “. অনুষ্ঠানে এই পদক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সৌমিত্র শেখর ডি.লিট , বিশেষ অতিথি ছিলেন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউ,এস,এ এর অধ্যাপক ড. নেছার ইউ আহমেদ( Fulbright scholar, US Public Diplomacy), বাংলাদেশের মাটির সুরের সম্রাট আজীবন সম্মাননা প্রাপ্ত শিল্পী মুজীব পরদেশী, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডি আই জি লেখক শামীমা বেগম এবং The International Creative Arts Language & Development Research Centre ( ICALDRC) এর মহাসচিব অধ্যাপক লুৎফর রহমান জয়।

অনুষ্ঠানেটির সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড: আসাদুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ICALDRC ভাষাতত্ব ইউনিট বিভিন্ন ক্ষেত্রে গবেষণা, সাহিত্য প্রকাশনা, পরিবেশনা শিল্প, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জীবনঘনিষ্ঠ নন্দনশৈলীকে প্রত্যায়ন করে সৃজনশীলতার এই পদক ও সম্মাননা প্রদান করেছে।

রওশন রুবীর জীবন ও কর্মঃ

জন্ম: ৩১ মার্চ ১৯৭৯

গ্রাম : হামছাদী
উপজেলা, জেলা : লক্ষ্মীপুর
বাবা: এ.কে আহম্মদ উল্যা
মা: মোবাশ্বরা আহম্মদ
শিক্ষা: বিএসএস
পেশা : শিক্ষক
প্রকাশিত গ্রন্থসমূহ
কাব্যগ্রন্থ:
০১•একদিন মেঘ ছুঁবো একদিন নদী (২০০২) অধিকার প্রকাশনী, রংপুর।
০২•মগ্ন প্রকৃতির চেনা উঠোন (২০১৬ ) শ্রাবণ প্রকাশনী, ঢাকা।
০৩•কংক্রিটে শামুকের অবয়ব ( ২০১৭) শ্রাবণ প্রকাশনী, ঢাকা।
০৪•ছেঁড়া পৃষ্ঠা (২০১৯) অমরাবতী প্রকাশনী, ঢাকা
০৫•কেউ থাকে না একলা হাওয়া (২০২০) নন্দিতা প্রকাশনী, ঢাকা।
০৬. ভালোবাসা পেলে আমি জল হয়ে যাই (২০২১ ) বেহুলাবাংলা, ঢাকা।
০৭. দূর থেকে দূরে যায় হুইসেল ( ২০২২) ইন্টারন্যাশনাল পাবলিকেশন, ঢাকা
০৮. মহান মুক্তিযুদ্ধের পটভূমি মহাকাব্য “মাতৃভূমি” (২০২৩) ইন্টারন্যাশনাল পাবলিকেশন, ঢাকা

গল্পগ্রন্থ:
১. বিষণ্ণ ভিটে ( ২০১৮) শ্রাবণ প্রকাশনী, ঢাকা।
২. যদি ( ২০১৮) পপি লাইবেরি, ঢাকা
৩• সরলা(২০১৯)পায়রা প্রকাশনী, সিলেট

উপন্যাস:
১•শূন্যতার নন্দিত আসমান (২০১৯) পায়রা প্রকাশনী, সিলেট
২•কোথাও মেঘ নেই(২০১৯) অমরাবতী প্রকাশনী, ঢাকা
৩•অকথিত কথার ডায়েরি(২০১৯) পায়রা প্রকাশনী, সিলেট।

শিশুতোষ গল্পগ্রন্থ :
১.হাত (২০২০) জংশন প্রকাশনী, নারায়ণগঞ্জ।

২. পিতার বুকে বুলেটি (২০২১ ) সাম্প্রতিক প্রকাশনী, ঢাকা।
৩.বর্ণমালা ( ২০২১) সাম্প্রতিক প্রকাশনী, ঢাকা।

এছাড়াও অপ্রকাশিত কবিতা আছে প্রায় ১৫০০ টি, উপন্যাস ২ টি, গল্পগ্রন্থ ৩টি, শিশুতোষ ছড়া আছে প্রায় ১০০টি, শিশুতোষ গল্পগ্রন্থ আছে ১ টি।

স্বীকৃতি:
১.আন্তর্জগৎ পুরস্কার ১৯৯৯, রবীন্দ্রভবন, আরামবাগ, হুগলি, কলকাতা।
২. ২০০০ সালে অভিযাত্রীক, রংপুর, দেশব্যাপী সাহিত্য প্রতিযোগিতায় পুরস্কার ।
৩. ২০০১ সালে অভিযাত্রীক, রংপুর থেকে শ্রেষ্ঠ লেখক হিসেবে “স্বর্ণপদক” পুরস্কার ।
৪. ২০১৭ সালে লক্ষ্মীপুর সাহিত্য সংসদ, লক্ষ্মীপুর থেকে “জেলার বর্ষসেরা কবি” পুরস্কার।
৫•২০১৮ সালে চলন্তিকা সাহিত্য সংসদ ও প্রকাশনা, ঢাকা “কথাসাহিত্য” পুরস্কার ।
৬•২০১৮ সালে বাংলাদেশ কাব্যচন্দ্রিকা, রংপুর “সাহিত্যপদক” পুরস্কার।
০৭. ২০১৯ সালে ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত, ঢাকা পাণ্ডুলিপি পুরস্কার- ২০১৯ ( উপন্যাস)
৮. The International Creative Arts Award 2024 - For matribumi (epic)
Organized by: ICALDRC Linguistics Unit of Dhaka University
সম্মাননা :
০১. ২০১৯ সালে বিচারপতি এস এম মুজিবুর রহমান সাহিত্য ও গুণিজন সম্মাননা স্মারক-২০১৯
০২. ২০১৯ সালে কবি কালাম আজাদ সাহিত্য উৎসব-১৯ বিশেষ অতিথি সম্মাননা স্মারক
০৩. ২০১৯ সালে বাংলাদেশ রাইটার্স ইউনিয়ন ১১, বাংলাবাজার, ঢাকা থেকে ‘অমরাবতী লেখক সম্মাননা- ২০১৯’
০৪. ২০০৩ সালে অভিযাত্রীক অংকন প্রশিক্ষণ কোর্স ২০০৩
সাংগঠনিক সম্পাদক সম্মাননা স্মারক।

সম্পাদনা:
ত্রৈমাসিক “স্বপ্নীল অনুভব,” লক্ষ্মীপুর ।
“প্রগতি” সাহিত্য পত্রিকা, লক্ষ্মীপুর ।
সাবেক সম্পাদক ” আসর” সাহিত্য পত্রিকা, অভিযাত্রিক, রংপুর। সাবেক “নরী পাতা” বিভাগীয় সম্পাদক, দৈনিক দাবানল, রংপুর।

সংগঠনে সম্পৃক্ততা:
সাধারণ সম্পাদক, প্রগতি সাহিত্য সংগঠন,লক্ষ্মীপুর ।
সহ: সাধারণ সম্পাদক, জাতীয় কবিতা পরিষদ, জেলা কমিটি,লক্ষ্মীপুর । সাবেক সাধারণ সম্পাদক, অভিযাত্রীক সাহিত্য ও সংস্কৃতি সংগঠন, রংপুর । সাবেক যুগ্ম আহ্বায়ক ” বেগম রোকেয়া ফোরাম” রংপুর ।

বাংলাদেশ সময়: ১২:১২:৫৯ ● ৭৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ