হামাস প্রধানের সঙ্গে বৈঠক, এরদোয়ান ফিলিস্তিনিদের ঐক্যের কথা বললেন

Home Page » বিশ্ব » হামাস প্রধানের সঙ্গে বৈঠক, এরদোয়ান ফিলিস্তিনিদের ঐক্যের কথা বললেন
রবিবার ● ২১ এপ্রিল ২০২৪


 ফাইল ছবি

 বঙ্গনিউজঃ   তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলা মোকাবিলায় ফিলিস্তিনিদের ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

তুরস্ক সফররত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠক শেষে এ কথা বলেন এরদোয়ান।

স্থানীয় সময় শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান ও হানিয়ার মধ্যে কয়েক ঘণ্টার বৈঠক হয়েছে বলে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে।

এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রতি সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো এবং সম্ভাব্য বিজয়ের পথ শুধুমাত্র ঐক্য ও অখণ্ডতার মাধ্যমে অর্জিত হতে পারে।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এরদোয়ান। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে তুরস্ক সরকার বারবার এর নিন্দা জানিয়েছে।

গাজার শাসকগোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া। তুরস্ক সফরে তার সঙ্গে হামাসের একটি প্রতিনিধিদল রয়েছে।

ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন তুঙ্গে। এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কাও করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৩৬:১৮ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ