বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হাসপাতালে একজনের মৃত্যু

Home Page » জাতীয় » বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হাসপাতালে একজনের মৃত্যু
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪


প্রতীকী ছবি-বাংলাদেশ জঙ্গী বিমান

বঙ্গ-নিউজ: চট্টগ্রামে আজ সকালে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানের দুই পাইলট আহত হন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  পরে সেখানে একজন মারা যান।  আইএসপিআর বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর আরও জানিয়েছে, পাটেঙ্গা এলাকায় কারিগরি ত্রুটির কারণে বিমান বাহিনীর ওই ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, দুর্ঘটনার সময় দুই পাইলটই প্যারাসুট নিয়ে বিমান থেকে ঝাঁপ দেন।

সদরঘাট নদী পুলিশ জানিয়েছে, কর্ণফুলী নদীতে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ২১:০৮:০৬ ● ১৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ