‘মা’কে নিয়ে নেছার ইউ আহমেদের সত্যি কবিতা “বড্ড একা ”

Home Page » সাহিত্য » ‘মা’কে নিয়ে নেছার ইউ আহমেদের সত্যি কবিতা “বড্ড একা ”
সোমবার ● ২৭ মে ২০২৪


মায়ের সঙ্গে ড নেছার ইউ আহমেদ
বড্ড লাগে একা একা লাগে মায়ের জন্য
মায়ের লাগানো গাছ, বর‌ই, জামরুল, লিচুরা ছিল ধন্য
যেন তারি জন্য, আমের মুকুল, বেলী, ছাতিম ফুল আজি বিষন্ন।
খেলায় যে উঠানে ছিল তারা বাতি আলোর স্ফুরণ,
নিরবতায় সেই উঠানে আজ আগর বাতির সুগন্ধ বিচরণ।
সেই সন্ধ্যা লগনে, মা কোন অভিমানে!
একেবারে চলে গেলে, শেষ অভিষানে।
এই অচিন রাতে বেলা
রেখে গেলে আমায় একেলা।
কে বলিবে আজ
পড়েছিস কি নামাজ?
কে রাখিবে আমার মাথায় শীতল হাত
সকল কষ্টে কে করিবে শত মুনাজাত?

বাংলাদেশ সময়: ১৮:১৯:২৭ ● ২৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ