বঙ্গ-নিউজ: ঢাকার বরিধারায় শনিবার রাতে এক পুলিশ কর্মকর্তা তার সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজধানীর বরিধারা এলাকার ফিলিস্তিনি দূতাবাসের সামনে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম জানিয়েছেন, ঘটনায় আরেকজন পথচারীও আহত হয়েছেন। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানা যাবে।’
জানা গেছে, নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল। তিনি একজন কনস্টেবল। যিনি গুলি করেছেন তার নাম কাউসার আহমেদ। তিনিও কনস্টেবল পদমর্যাদার। এ ঘটনায় জাপানি দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেনের তিনটি গুলি লেগেছে। গুলিবিদ্ধদের মধ্যে একজন পথচারী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত পুলিশ কর্মকর্তা ও তার সহকর্মী ডিউটিতে ছিলেন। হঠাৎ করেই একজন সহকর্মী অন্যজনের ওপর গুলি চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই নিহত হন পুলিশ কর্মকর্তা।