মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ড. শাওহনওয়াজ দিলরুবা খান

Home Page » শিক্ষাঙ্গন » মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ড. শাওহনওয়াজ দিলরুবা খান
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৪


ড. শাওহনওয়াজ দিলরুবা খান

বঙ্গনিউজঃ  শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনওয়াজ দিলরুবা খান মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ  জারি করা হয়।

১৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা ড.শাহনওয়াজ সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনে তিনি দক্ষতার সাথে (প্রশাসন) চাকরিজীবনে দায়িত্ব পালন করেন । এছাড়াও তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক,  নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নরসিংদীর শিবপুর গ্রামের কৃতি সন্তান। সমাজকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিএএলডিয়ারসি লিংগুয়েস্টিকস ইউনিট থেকে ” আন্তর্জাতিক সৃজনকলা পুরস্কার ২০২৪’ অর্জন করেছেন ।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৪৯ ● ১১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ