রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম,গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে

Home Page » জাতীয় » রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম,গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫


শেখ হাসিনা ও শেখ রেহানা

বঙ্গ-নিউজ: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ ৫৩ জনের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের বিষয়ে পুলিশি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। পুলিশ নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ এপ্রিল একই আদালত তিনটি পৃথক মামলার অভিযোগপত্র আমলে নিয়ে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং রাদওয়ান মুজিব সিদ্দিকসহ মোট ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান মুজিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

অন্যদিকে, দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গত ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন, যেখানে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছিল। গত ১০ মার্চ এই মামলায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

এছাড়া, দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান গত ১৩ জানুয়ারি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধেও প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে একটি মামলা করেন, যাতে রাদওয়ানসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। এই মামলাতেও গত ১০ মার্চ মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

দুদকের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, শেখ রেহানা, আজমিনা এবং রাদওয়ান অসৎ উদ্দেশ্যে বেআইনিভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন। তারা পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দের আইন, বিধি ও নীতিমালা লঙ্ঘন করে রাজউকের কাছে আবেদন না করে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন, যদিও ঢাকা শহরে রাজউকের আওতাধীন এলাকায় তাদের বা পরিবারের সদস্যদের নামে বাড়ি, ফ্ল্যাট বা প্লট ছিল।

বাংলাদেশ সময়: ২০:০১:৪৮ ● ১৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
">

শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • মহানবী (সা.)-এর জীবনী পাঠের অপরিহার্যতা
    শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • জুলাই সনদ নিয়ে অসন্তুষ্টি : জামায়াত ও এনসিপি কতদূর যাবে
    শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ইউক্রেনে স্থল নৌ ও আকাশপথে সেনা পাঠাতে প্রস্তত ২৬ দেশ
    শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
  • বিশ্বজুড়ে ‘ওয়েপনস’-ঝড়, কী আছে এই সিনেমায় বিনোদন ডেস্ক
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • দেশে আসছে লোমহর্ষক সিনেমা ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’(Based on the true story)
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • নেইমারের মন্তব্যের কড়া জবাব দিলেন আনচেলত্তি
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • দেশত্যাগে নিষেধাজ্ঞয় জিএম কাদের ও তার স্ত্রী
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান, বাবরসহ সব আসামি আপিলেও খালাস ( ভিডিওসহ)
    বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
  • পাগলা মসজিদে দানের রেকর্ড ভাঙল, এবার মিলল ১২ কোটি টাকার বেশি
    রবিবার ● ৩১ আগস্ট ২০২৫

    আর্কাইভ