নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা খুন।
Home Page »
সংবাদ শিরোনাম »
নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা খুন।

সেলিম তালুকদার, বঙ্গনিউজ
নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলার ৬ নং দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাব শালি আওয়ামী লীগ নেতা খুন হন। জানা যায় ২০ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাত ঘটিকায় নিজ বাড়ির আংগিনায় খুন হন কায়সার ইমরান বাবুল (৫০) গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে নিজ ভ্রাতুষ্পুত্র গণের লাঠির আঘাতে খুন হন কায়সার ইমরান বাবুল। দুই সহোদর একইসাথে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আসিন ছিলেন। গত দুই মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যায় তার ছোট ভাই কামরুজ্জামান কামাল।
বাংলাদেশ সময়: ১৮:০২:০৫ ●
২৭৯ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)