৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

Home Page » জাতীয় » ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫


ছবি-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বঙ্গনিউজ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে দ্রুত সময়ের মধ্যে ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কীভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। কয়েকটি ক্যাটাগরি করে দিতে হবে। যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন, অভিজ্ঞ তারা প্রাধান্য পাবেন। এর পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে।

তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন। পাশাপাশি শিক্ষকদের বদলি সংক্রান্ত নীতিমালায়ও পরিবর্তন আনার নির্দেশনা দেন।

তিনি বলেন, এক উপজেলার স্কুলে পোস্টিং নিয়ে পরে শহরাঞ্চলে বদলির জন্য সুপারিশ-তদবিরের সংস্কৃতি বন্ধ করতে হবে। একটি স্বচ্ছ ও নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে বদলি হতে হবে।

বৈঠকে মেয়েদের জন্য স্কুল পরিবেশকে আরও নিরাপদ ও সহায়ক করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, স্কুল ভবন নির্মাণের সময় কমিটিতে অন্তত একজন নারী স্থপতি রাখা উচিত, যাতে স্থাপনাটি নারীবান্ধব হয়।

এছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালুর বিষয়েও জোর দেন তিনি।

বাংলাদেশ সময়: ২০:২৮:৫২ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ