আমাদের শিক্ষা আনন্দদায়ক নয়: সলিমুল্লাহ খান

Home Page » জাতীয় » আমাদের শিক্ষা আনন্দদায়ক নয়: সলিমুল্লাহ খান
শনিবার ● ১৯ জুলাই ২০২৫


চিন্তাবিদ ও লেখক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান
চিন্তাবিদ ও লেখক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, আমাদের শিক্ষা আনন্দদায়ক নয়। এর কারণ হচ্ছে আমাদের ভালো শিক্ষক নেই। শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে আগে ছিল হাইফেন, যা এখন লম্বা ড্যাসে পরিণত হয়েছে। এই ড্যাস বড় হতে হতে পৃথিবীর পরিধির সমান হয়ে গেছে। ফলে শিক্ষক একদিকে আর শিক্ষার্থী আরেক দিকে এবং মাঝখানে প্রতিষ্ঠান রয়ে গেছে।

শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ: কোন পথে?’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের তিন যুগপূর্তি উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে ড. সলিমুল্লাহ খান বলেন, ‘যদি শিক্ষাকে স্থায়ী করতে হয় তাহলে শিক্ষাকে আনন্দদায়ক করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রথম কাজ হচ্ছে, পাঠক তৈরি করা। পাঠক মানেই শ্রোতা তৈরি করা, দর্শক তৈরি করা। মানুষ তার সমস্ত ইন্দ্রিয় ব্যবহার করতে পারে এমন শিক্ষা তৈরি করা, যেটা আমরা পারিনি।’

আমাদের দেশ দুইবার স্বাধীন হয়েছে উল্লেখ করে সলিমুল্লাহ খান বলেন, ‘একাত্তর সালে একবার আর ১৯৪৭ সালে আরেকবার। ব্রিটিশ শাসনের অবসানের পর থেকে আমাদের স্বাধীনতা প্রায় আশি বছর ছুঁই ছুঁই। তাহলে ওই দেশের মতো শতকরা একশজন শিক্ষিত আমরা কেন গড়ে তুলতে পারিনি? বাংলাদেশে কতজন মানুষ সংবাদপত্র পড়তে পারে? আমাদের দেশে একটা হিসাব আছে যারা নাম-দস্তাবেজ স্বাক্ষর করতে পারে, তারাই পাঠক। তাহলে তো শতকরা ১৪ জন লোক পড়তে পারে। কিন্তু ইউসেস্কোর হিসেবে শতকরা ৫-৬ জন লোকও পত্রিকা পড়ে না।’

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘শিক্ষা সংকটে পথ দেখায়। আমরা সমস্যায় পড়লে শিক্ষা সমাধান দেখিয়ে নতুন সুযোগ সৃষ্টি করে। তবে মানুষের অধিকার, ইনসাফ, সমাজের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান না থাকলে উচ্চ শিক্ষিত হয়েও লাভ নেই। শিক্ষার সঙ্গে এই বিষয়টি দেখতে হবে।’

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম. রফিকুল ইসলাম, রাবি রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা আরিফ হাসনাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:০৩:৫২ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ