" /> " />

Home Page » » ">


--- পোলাপাইন এখন ট্রমার মধ্যে আছে। পুরো দেশই শোকে স্তব্ধ।

এই অবস্থায় ওদের মানসিকভাবে প্রস্তুত থাকার কোনো সুযোগই ছিল না।

কারও মুখে কথা নেই, চোখে ঘুম নেই, বুকের ভেতর কেবল শূন্যতা।

এমন এক হৃদয়বিদারক পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত—এটা শুধু অমানবিক না, এটা একেবারে পিশাচতা।

আমরা ইন্টারিম কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই—পরীক্ষার তারিখ পরিবর্তন করুন।

ওদের একটু সময় দিন শোক কাটিয়ে উঠতে। এটা মানবিকতারই দাবি।

-Systemadminbd

বাংলাদেশ সময়: ১৬:৩১:০৬ ● ১৮৮ বার পঠিত