নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ: সড়কে রক্তাক্ত বিক্ষোভে নিহত অন্তত ১৯

Home Page » প্রথমপাতা » নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ: সড়কে রক্তাক্ত বিক্ষোভে নিহত অন্তত ১৯
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫


নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ: সড়কে রক্তাক্ত বিক্ষোভে নিহত অন্তত ১৯
বঙ্গ-নিউজঃ কাঠমান্ডুতে গত কয়েকদিন ধরে জ্বলে উঠেছে এক ভয়াবহ আন্দোলন। নেপাল সরকার হঠাৎ করে ২৬টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম—যার মধ্যে রয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং এক্স (টুইটার)—নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই রাস্তায় নেমে আসে হাজারো তরুণ-তরুণী।

সরকারের ব্যাখ্যা, এসব প্ল্যাটফর্ম নেপালের নতুন নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করেনি এবং ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকি তৈরি করছে। কিন্তু তরুণ প্রজন্ম, বিশেষ করে “জেনারেশন জেড”, এই সিদ্ধান্তকে দেখছে তাদের মুক্ত মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত হিসেবে।

সহিংসতায় রূপ নেয় বিক্ষোভ

শনিবার আন্দোলনকারীরা পার্লামেন্ট ভবনের সামনে ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ টিয়ারগ্যাস, জলকামান, রাবার বুলেট এমনকি গুলি চালায়। হতাহতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এই রক্তাক্ত পরিস্থিতির মধ্যে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। তবে তরুণদের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি। তাদের দাবী—অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং সরকারকে দুর্নীতি ও পক্ষপাতিত্বের বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নিতে হবে।

আন্তর্জাতিক মহলের উদ্বেগ

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, শান্তিপূর্ণ বিক্ষোভে সরকারের অতিরিক্ত বলপ্রয়োগ একেবারেই অগ্রহণযোগ্য। তারা নেপাল সরকারকে সংযম প্রদর্শন এবং প্রতিবাদকারীদের দাবির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।

তরুণদের কণ্ঠস্বর

প্রতিবাদের সঙ্গে যুক্ত অনেক তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদের অভিজ্ঞতা শেয়ার করছে—VPN ব্যবহার করে। বিশেষ করে #NepoKid হ্যাশট্যাগটি এখন নেপাল ও বাইরের সামাজিক প্ল্যাটফর্মগুলোতে ট্রেন্ড করছে, যেখানে তারা দুর্নীতি, রাজনৈতিক সুবিধাভোগ আর ভাঙা ব্যবস্থার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করছে।

বাংলাদেশ সময়: ৩:৩৯:২৬ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ