লিবিয়ার সেনাপ্রধান তুরস্কের রাজধানীর কাছে বিমান দুর্ঘটনায় নিহত

Home Page » প্রথমপাতা » লিবিয়ার সেনাপ্রধান তুরস্কের রাজধানীর কাছে বিমান দুর্ঘটনায় নিহত
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫


লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ

লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি যে ব্যক্তিগত বিমানে ভ্রমণ করছিলেন, সেটি সেখানকার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।

মঙ্গলবারের (২৩ ডিসেম্বর) দুর্ঘটনায় বিমানের সব আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন উচ্চপদস্থ লিবিয়ান সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য রয়েছেন।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী লিবিয়ার সেনাপ্রধানের বিমান দুর্ঘটনার সাথে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড জড়িত নেই। দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে।

লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা ফেসবুকে এক বিবৃতিতে আল-হাদ্দাদ-এর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, প্রতিনিধিদলটি যখন বাড়ি ফিরছিল তখন এই ‘মর্মান্তিক দুর্ঘটনা’ ঘটে।

তিনি বলেন, ‘এই মহাবিপর্যয় জাতি, সামরিক প্রতিষ্ঠান ও সব জনগণের জন্য এক বিরাট ক্ষতি। আমরা এমন মানুষদের হারিয়েছি যারা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তাদের দেশের সেবা করেছিলেন এবং শৃঙ্খলা, দায়িত্ব ও জাতীয় অঙ্গীকারের উদাহরণ ছিলেন।’

আল-হাদ্দাদ পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন এবং জাতিসঙ্ঘের মধ্যস্থতায় দেশটিকে ঐক্যবদ্ধ করার চলমান প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর থেকে দেশটি বিভক্ত হয়ে পড়ে। ওই বিদ্রোহের সময় দেশটির দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত ও হত্যা করা হয়।

দুর্ঘটনায় নিহত অন্য চার কর্মকর্তা হলেন লিবিয়ার স্থল বাহিনীর প্রধান জেনারেল আল-ফিতুরি ঘারিবিল, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের নেতৃত্বদানকারী ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাউই, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই দিয়াব এবং সামরিক চিত্রগ্রাহক মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

তুর্কি কর্মকর্তাদের মতে, দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা আলোচনার জন্য লিবিয়ার প্রতিনিধিদল আঙ্কারায় ছিল।

ত্রিপোলিতে অবস্থিত দবেইবাহের জাতিসঙ্ঘ-স্বীকৃত জাতীয় ঐক্য সরকার (জিএনইউ) দেশজুড়ে তিন দিনের জন্য সরকারি শোক ঘোষণা করেছে। জিএনইউর বিবৃতিতে বলা হয়েছে, সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সরকারি অনুষ্ঠান ও উদযাপন স্থগিত রাখা হবে ।

সংবাদটির ভিডিও নিচে দেখুন:

বাংলাদেশ সময়: ১১:০৮:৪৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ