জামায়াত জোট ছাড়ায় চরমোনাই পীরকে অভিনন্দন জানালেন হেফাজত আমীর

Home Page » প্রথমপাতা » জামায়াত জোট ছাড়ায় চরমোনাই পীরকে অভিনন্দন জানালেন হেফাজত আমীর
বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬


জামায়াত জোট ছাড়ায় চরমোনাই পীরকে অভিনন্দন জানালেন হেফাজত আমীর

ইসলামের নামে যারা ‘মওদুদীবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকিদা’ পোষণ করে তাদেরকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজত আমীর। একই বিবৃতিতে, জামায়াত জোট ছাড়ায় ইসলামী আন্দোলনকে অভিনন্দন জানান তিনি।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে যাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির আমীর মুফতী সৈয়দ রেজাউল করীমকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিবুল্লাহ বাবুনগরী।

বুধবার এক বিজ্ঞপ্তিতে মুহিবুল্লাহ বাবুনগরী এ বার্তা দিয়েছেন। হেফাজতের আমীরের বিবৃতি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বাবুনগরী বলেন, নির্বাচনের পূর্বমূহুর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিধ্বংসী মওদুদীবাদী জামায়াতের জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার সাহসী সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে আন্তরিক মুবারকবাদ জানাই।আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ই অগাস্ট পরিবর্তিত বাংলাদেশে সহীহ আকীদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহবান করেছি। ঈমান, আকীদা বাদ দিয়ে কারো সাথে জোট না করতে সতর্ক করেছি।

দলটির একক পথচলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে বলেও মন্তব্য করেন বিবৃতিতে হেফাজতের আমীর। তিনি বলেন, আলহামদুলিল্লাহ! মওদূদিবাদীদ জামায়াতের খপ্পড় থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ মুবারকবাদ জানাই। ইসলামী রাজনীতিতে হকপন্থিদেরর একক পথচলা খুবই প্রয়োজনীয় ছিল। ইসলামপন্থি রাজনীতির জন্য এই পথচলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ।

বাবুনগরী আরও বলেন, জামায়াতের সাথে থাকার কারণে এদেশের ইসলামপন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পীর সাহেব চরমোনাইর একক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেই আমি মনে করি, ইনশাআল্লাহ। এই সাহসী পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনের আমীর এবং এই দলকে বিশেষ মুবারকবাদ জানাই।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে না গিয়ে ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে বাকি ৩২ আসনে অন্যদের সমর্থন দেবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি।

বাংলাদেশ সময়: ২২:৫৫:১১ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ