
বঙ্গ-নিউজ: আবারও বাড়ল মাথাপিছু আয়। ২০২১-২২ অর্থবছরে (মার্চ পর্যন্ত) দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার, সংখ্যাটি দেশীয় মুদ্রায় ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। এর আগে গত বছর (২০২০-২০২১) দেশে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার তথা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা।
আজ মঙ্গলবার (১০ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভা শেষে শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, পণ্য রপ্তানি বেড়েছে, বেড়েছে রেমিটেন্স। এসব কারণে অর্থনীতির আকারও বেড়েছে, ঘুরে দাঁড়িয়েছে দেশ। মাথাপিছু আয় বৃদ্ধির প্রভাব দেশের সব স্তরের মানুষের মধ্যেই প্রতিফলিত হচ্ছে। এখন আর মানুষ খালি পায়ে হাঁটে না।