পিকে হালদারের কোন দেশে কত টাকা, হাইকোর্ট জানতে চায়

Home Page » অর্থ ও বানিজ্য » পিকে হালদারের কোন দেশে কত টাকা, হাইকোর্ট জানতে চায়
মঙ্গলবার, ১৭ মে ২০২২



ফাইল ছবি-হাইকোর্ট

বঙ্গ-নিউজ: বাংলাদেশে আর্থিক খাতের কেলেঙ্কারির আলোচিত নাম প্রশান্ত কুমার (পিকে) হালদার। হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ তার বিরুদ্ধে। একটি রুলের প্রেক্ষিতে এ নিয়ে মন্তব্য করেছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে জানতে চেয়েছেন, পৃথিবীর কোন দেশে পিকে হালদারের কত টাকা এবং তার বিরুদ্ধে করা মামলা সবশেষ অবস্থা কী?

আজ মঙ্গলবার (১৭ মে) এ ব্যাপারে বিস্তারিত জানাতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ।

এছাড়া হাইকোর্ট মন্তব্য করেছেন, বিভিন্ন সময় আমাদের আদেশের কারণেই পিকে হালদার আজ আলোচিত ও অর্থপাচারকারী হিসেবে চিহ্নিত। ভবিষ্যতে আমরা এমন আদেশ দেব যে, পিকে হালদারসহ অন্যান্য অর্থপাচারকারীরা কোনো দেশেই শান্তিতে থাকতে পারবে না।

আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর দীর্ঘদিন পলাতক ছিলেন প্রশান্ত কুমার হালদার। অবশেষে গত ১৪ মে তাকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর আগেই তাকে দেশে ফিরিয়ে আনতে রুল জারি করেছিল হাইকোর্ট। সেই রুলের শুনানির জন্য আগামী ১২ জুন দিন ধার্য করা হয়েছে।

ফাইল ছবি- প্রশান্ত কুমার  হালদার

জানা যায়, শুধু দুর্নীতি দমন কমিশনই (দুদক) প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং থেকেই আত্মসাৎ করেছেন দেড় হাজার কোটি টাকা। সবমিলিয়ে তার বিরুদ্ধে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি ৬২ জন সহযোগীর মাধ্যমে এসব অর্থ পাচার করেছেন বলে জানা যায়।

প্রায় আড়াই বছর আগে দুদক যখন এসব নিয়ে অনুসন্ধান শুরু করে, তখন গ্রেপ্তার এড়াতে দেশ থেকে পালিয়ে যান পি কে হালদার। কানাডার বেগমপাড়ায় তার বিলাসবহুল বাড়ি আছে বলে দেশটির কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে জানিয়েছে। তাকে গ্রেপ্তারে বাংলাদেশ পুলিশের আহ্বনে রেড অ্যালার্টও জারি করেছিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

বাংলাদেশ সময়: ২০:৩৭:১৭   ৪২৮ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই ,পরে উদ্ধার
ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে
ডলারের অভিন্ন বিনিময় হার নির্ধারণ করতে বলেছে আইএমএফ
তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ১১ হাজার কোটি
ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা হচ্ছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
মধ্যনগর উপজেলায় এনআইএলজি’র তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ
ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকট: নিরসনে নতুন উদ্যোগ
ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির সর্বোচ্চ দাম পতন
প্রাপ্তবয়স্ক সব নাগরিক পেনশন সুবিধার আওতায় আসবে
অবশেষে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করা হলো


Bongo News News Archive

আর্কাইভ