ধর্মপাশায় এক্স-রে ক্লিনিক সিলগালা

Home Page » সারাদেশ » ধর্মপাশায় এক্স-রে ক্লিনিক সিলগালা
সোমবার ● ৩০ মে ২০২২


ধর্মপাশায় এক্স-রে ক্লিনিক সিলগালাস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সদরে জননী এক্স-রে ক্লিনিক নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝুলিয়ে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ওই ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ না থাকায় ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়। এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুসতানসীর বিল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন, অবৈধ ও লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। যারা অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছে তাদের কে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১০:০৮:৫৪ ● ৩৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ