সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও ব্যাংক খোলা

Home Page » অর্থ ও বানিজ্য » সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও ব্যাংক খোলা
শুক্রবার, ১ জুলাই ২০২২



ব্যাংক লেনদেনের দৃশ্য

বঙ্গ-নিউজ: হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশ অনুসারে সারাদেশে হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখা পূর্ণ দিবস খোলা রাখতে হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠায়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সাথে সম্পর্কিত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা/উপশাখাসমূহ সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শনিবার সাপ্তাহিক ছুটির দিন পূর্ণদিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ফাইল ছবি- বাংলাদেশ ব্যাংক

এর আগে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে অনুরোধ জানিয়ে গত বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি চিঠি দেন।

ওই চিঠিতে তিনি বলেন, সৌদি সরকার বাংলাদেশ থেকে নির্ধারিত হজ কোটার অতিরিক্ত ২৪১৫ জনকে হজের অনুমতি দিয়েছে। তাদের হজের আনুষাঙ্গিক অর্থ সৌদি আরবে পাঠানোর কাজ চলমান আছে। ফলে শনিবার ছুটির দিনেও ব্যাংক খোলা রেখে টাকা পাঠানোর কাজ অব্যাহত রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২০:৪৭:২৫   ৩০৭ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


জাতীয় সংসদে বাজেট ২০২৩-২০২৪ উপস্থাপিত হয়েছে
২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেল ইলিশা কূপ
মধ্যনগরে ভিডব্লিউবি’র চাল বিতরণ
ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই ,পরে উদ্ধার
ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে
ডলারের অভিন্ন বিনিময় হার নির্ধারণ করতে বলেছে আইএমএফ
তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ১১ হাজার কোটি
ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা হচ্ছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
মধ্যনগর উপজেলায় এনআইএলজি’র তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ
ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকট: নিরসনে নতুন উদ্যোগ


Bongo News News Archive

আর্কাইভ