ভারতের নতুন হাইকমিশনার, দোরাইস্বামীর স্থলে প্রণয় কুমার

Home Page » জাতীয় » ভারতের নতুন হাইকমিশনার, দোরাইস্বামীর স্থলে প্রণয় কুমার
শনিবার ● ৩০ জুলাই ২০২২


ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা

বঙ্গ-নিউজ: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী শিগগিরই বিদায় নিচ্ছেন। তার পরিবর্তে বাংলাদেশে দায়িত্ব পালন করতে আসছেন প্রণয় কুমার ভার্মা। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রণয় কুমার বর্তমানে ভিয়েতনামে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রণয় কুমার ভার্মা। এর আগে তিনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগে কাজ করেছেন। ১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগদান করা প্রণয় কুমার বিভিন্ন সময় ওয়াশিংটন ডিসি, হংকং, সানফ্রান্সিকো এবং কাঠমান্ডুতে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, বাংলাদেশে আসার আগে বিক্রম কুমার দোরাইস্বামী উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়া এই কূটনীতিক নিউইয়র্ক, হংকং, বেইজিং, জোহানেসবার্গে ভারতের কূটনৈতিক মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১০:৪২:৩৫ ● ৫১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ