প্রান্তিক ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য হবে ১০০১টি ফ্ল্যাট

Home Page » জাতীয় » প্রান্তিক ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য হবে ১০০১টি ফ্ল্যাট
বুধবার ● ৭ জুন ২০২৩


প্রান্তিক জনগোষ্ঠি ও বস্তিবাসীর জন্য ফ্ল্যাট তৈরী হচ্ছে

বঙ্গ-নিউজ  প্রান্তিক ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাটের ব্যবস্থা করছে সরকার। এ জন্য প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় বস্তিবাসীদের জন্য ১০০১টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।  সংসদে লিখিত বক্তব্যে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বস্তিবাসীদের জন্য ঢাকা ১০০১টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট তৈরি করা হবে। এর মধ্যে মিরপুর-১১ নম্বরে ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। বাকিগুলো নির্মাণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মুজিব বর্ষের উপহার হিসেবে ২০২১ সালের ৩ আগস্ট এ প্রকল্পের ৩০০টি ফ্ল্যাট ৩০০ বস্তিবাসী পরিবারের মধ্যে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। চলতি বছর বাকি ফ্ল্যাটগুলোর বরাদ্দপত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ৬:৩৬:৩১ ● ১৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ