নারীদের বিরুদ্ধে বিধিনিষেধের কারণে স্বীকৃতি সম্ভব নয়:জাতিসংঘ

Home Page » জাতীয় » নারীদের বিরুদ্ধে বিধিনিষেধের কারণে স্বীকৃতি সম্ভব নয়:জাতিসংঘ
বৃহস্পতিবার ● ২২ জুন ২০২৩


জাতিসংঘ লোগো

বঙ্গ-নিউজ: আফগানিস্তানে যতদিন নারী অধিকারের বিরুদ্ধে বিধিনিষেধ বহাল থাকবে, ততদিন আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া ‘প্রায় অসম্ভব’ হবে। গতকাল আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের দূত এই মন্তব্য করেছেন।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান রোজা ওতুনবায়েভা নিরাপত্তা পরিষদে বলেছেন, ‘তালেবানদের সঙ্গে আমার নিয়মিত আলোচনায় তারা যে ডিক্রি ও বিধিনিষেধ প্রণয়নের মাধ্যমে নারী এবং মেয়েদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করেছে, তার বিপক্ষে স্পষ্ট ভাষায় নিজের মনোভাব প্রকাশ করেছি।’

তিনি আরও বলেছেন, ‘তালেবান কর্তৃপক্ষ জাতিসংঘ এবং এর সদস্য রাষ্ট্রগুলোর স্বীকৃতি চায়। কিন্তু একই সঙ্গে তারা জাতিসংঘের সনদে প্রকাশিত প্রধান মূল্যবোধের বিরুদ্ধেও কাজ করে যাচ্ছে। আমরা তাদের জানিয়েছি, যতক্ষণ পর্যন্ত নারীদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি দেওয়া প্রায় অসম্ভব।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান কর্তৃপক্ষ। এরপর থেকে আফগান নারীদের উচ্চশিক্ষা এবং সরকারী চাকরি নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে তারা আফগান নারীদের দেশি ও বিদেশি বেসরকারি সংস্থায় কাজ করা নিষিদ্ধ করে। এদিকে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা স্বীকৃতি দেয়নি। অথচ আন্তর্জাতিক স্বীকৃতির জন্য মরিয়া হয়ে ওঠেছে তালেবান সরকার। সূত্র: এএফপি

বাংলাদেশ সময়: ১৯:০৭:১১ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ