১০ শতাংশ বেতন বাড়ছে চাকরিজীবীদের,দাবি ২০ শতাংশ

Home Page » জাতীয় » ১০ শতাংশ বেতন বাড়ছে চাকরিজীবীদের,দাবি ২০ শতাংশ
মঙ্গলবার ● ২৭ জুন ২০২৩


ফাইল ছবি-বাংলাদেশ সচিবালয়

বঙ্গ-নিউজ: ১ জুলাই থেকে বাৎসরিক ইনক্রিমেন্ট হিসেবে ৫ শতাংশ বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের। সেই সঙ্গে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর দেওয়া আপৎকালীন ৫ শতাংশ প্রণোদনা। জুলাই মাস থেকে মোট ১০ শতাংশ বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের। কিন্তু এতে খুশি নন তারা।

সরকারি চাকরিজীবীরা বলছেন, প্রণোদনা নয়, বাজারদর ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে স্থায়ীভাবে ২০ শতাংশ বেতন-ভাতা বাড়াতে হবে। এ দাবি না মানলে ঈদের পর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।

এ বিষয়ে সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর ৫ শতাংশ প্রণোদনাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা এই প্রণোদনা চাইনি। তাছাড়া এটা বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, আমাদের দাবি ছিল ২০ শতাংশ বেতন বাড়ানো বা মহার্ঘ্য ভাতা। এখন প্রণোদনা দিয়ে কোনো লাভ নেই, মুজিববর্ষে দিলে সেটা প্রণোদনা হতো। বর্তমানে বাস্তবতার সঙ্গে মিল রেখে বেতন-ভাতা বাড়ানো দরকার। ঈদের পর সবার সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:৫৭:০৭ ● ২৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ