বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা; ঢাকার সব প্রবেশ পথে অবস্থান

Home Page » জাতীয় » বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা; ঢাকার সব প্রবেশ পথে অবস্থান
শুক্রবার ● ২৮ জুলাই ২০২৩


পল্টনের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বঙ্গ-নিউজ: এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজধানী ঢাকার সব প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। ২৯ জুলাই, শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

আজ  রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামীকাল শনিবার ঢাকার সব প্রবেশ পথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে আজ দুপুর ২টার দিকে শুরু হয় বিএনপির মহাসমাবেশ। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশ শুরুর দিকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, অবশেষ আমরা আমাদের সমাবেশ করতে পেরেছি। এই সমাবেশ না হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে সরকার। তবে আমরা সফল হয়েছি, সমাবেশ করছি।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৫২ ● ২৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ