দিলু রোকিবা- এর কবিতা ঝিনুকের বুকে মুক্তো

Home Page » সাহিত্য » দিলু রোকিবা- এর কবিতা ঝিনুকের বুকে মুক্তো
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩


ঝিনুকের বুকে মুক্তো

শরত রাতজ তারা হব দেখা যদি পাই
এক সাগর পাড়ি দেবো
দেবে বুকে ঠাঁই?
জোনাক জ্বলা আলো দেবো
যদি পাই পাশে
শিউলি ঝরা স্নিগ্ধা হব
সবুজ দূর্বা ঘাসে ।
নীল গগনে মেলবো ডানা
হাতটা যদি ধরো
হৃদ মাঝারে রাখবো তোমায়
আপন যদি করো ।
আর ভ্রমর হয়ে বসব ফুলে
কানন যদি হও
ঝিনুক ফোটা মুক্তা দেবো
নেবে তুমি কও ।
নিশিডাকের জ্যোসনা খাবো
তোমার ছোঁয়া পেলে
ঝুমনাচের বৃষ্টি হব
শরত কাশের তলে….।

দিলু রোকিবা

বাংলাদেশ সময়: ১৭:২২:১৬ ● ১৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ