আল মামুন- এর কবিতা পদ্মা সেতু

Home Page » সাহিত্য » আল মামুন- এর কবিতা পদ্মা সেতু
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩


পদ্মা সেতু
পদ্মা সেতু-
তুমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পরিকল্পনা,
মুজিবের বুকে লালিত স্বপ্নখানা ।
পদ্মা সেতু-
তুমি বাবার আনন্দ মায়ের খুশি,
ভাইয়ের ভালোবাসি বোনের হাসি ।
পদ্মা সেতু-
তুমি কোটি জনতার এক সফল স্লোগান,
যে সফলতা মাননীয় প্রধানমন্ত্রীর দান ।
পদ্মা সেতু-
তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য,
দেশজনতার পক্ষ থেকে অভিনন্দন অনন্য ।

আল মামুন

বাংলাদেশ সময়: ১৬:৪৬:২২ ● ৩২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ