তাপমাত্রা ৯ ডিগ্রিতে - বগুড়া-লালমনিরহাটেও বিদ্যালয় বন্ধ ঘোষণা

Home Page » জাতীয় » তাপমাত্রা ৯ ডিগ্রিতে - বগুড়া-লালমনিরহাটেও বিদ্যালয় বন্ধ ঘোষণা
সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪


বগুড়া-লালমনিরহাটেও বিদ্যালয় বন্ধ ঘোষণা

বঙ্গনিউজঃ   তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় বগুড়া ও লালমনিরহাট জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই দুই জেলার মধ্যে বগুড়া জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ সোমবার বন্ধ রয়েছে। আর লালমনিরহাটের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সোম ও মঙ্গলবার দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট দপ্তর থেকে পৃথকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। পাঠদান কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষকরা বিদ্যালয়ে অন্যান্য কাজের জন্য উপস্থিত থাকবেন।

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় আজ সোমবারের জন্য সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।’

বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী বলেন, ‘আজ রাজশাহীতে আবহাওয়ার সার্বিক অবস্থা নিয়ে মিটিং হবে। সেখানে পরিস্থিতি তুলে ধরা হবে। এরপর আগামীদিনের সিদ্ধান্ত নিশ্চিত হওয়া যাবে।’

বগুড়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক নুরুল হক বলেন, ‘সোমবার সকাল ৬টায় বগুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় শৈত্য প্রবাহ শুরু হয়েছে।’

লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় লালমনিরহাটের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দুই দিনের জন্য বন্ধ রয়েছে।’ জেলাটিতে আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, তীব্র শৈত্যপ্রবাহের কারণে পাবনা ও নাটোর জেলার প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও সোমবার (২২ জানুয়ারি) পাঠদান বন্ধ রয়েছে।

এর আগে টানা শৈত্য প্রবাহের কারণে কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সমকালকে জানান, পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। শুধু পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষকরা বিদ্যালয়ে অন্যান্য কাজের জন্য উপস্থিত থাকবেন।

গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনায় জানায়, কোনো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেই জেলায় বিদ্যালয় বন্ধ রাখা যাবে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৪৯ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ