ফুটবলে ফিরছেন রোমারিও অবসর ভেঙে ৫৮ বছরে !

Home Page » খেলা » ফুটবলে ফিরছেন রোমারিও অবসর ভেঙে ৫৮ বছরে !
বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪


 ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও।

 

বঙ্গনিউজঃ  ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার রোমারিও অবসরে ভেঙে ফুটবলে ফিরছেন! ৫৮ বছর বয়সে ব্রাজিলের ফুটবলার হিসেবে নিবন্ধন করেছেন তিনি। আগামী ১৮ মে থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় বিভাগের লিগ কারিওকা চ্যাম্পিয়নশিপে চাইলে খেলতে পারবেন তিনি।

রিও ডি জেনিরোর ‘আমেরিকান ফুটবল ক্লাব’-এর খেলোয়াড় হিসেবে নাম নিবন্ধন করিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ী ব্রাজিলের স্ট্রাইকার রোমারিও। ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

এক ইনস্ট্রাগ্রাম পোস্টে রোমারিও জানিয়েছেন, কোন লিগ ম্যাচে তিনি খেলবেন না। তবে আমেরিকা ফুটবল ক্লাবের হয়ে ছেলে রোমারিনহোর সঙ্গে দুই-একটা ম্যাচ খেলার ইচ্ছে আছে বলেও উল্লেখ করেছেন।

তিনি লিখেছেন, ‘আমি চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে যাচ্ছি না। তবে প্রাণের ক্লাবের হয়ে ছেলের সঙ্গে খেলতে পারলে আরেকটা স্বপ্ন পূরণ হবে। কী বলেন আপনারা?’ রোমারিও ২০০৯ সালে আমেরিকা ক্লাবের হয়ে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন।’ এরপর ক্লাবটির প্রেসিডেন্ট হন তিনি। পাঁচ বছর পর রিওডি জেনিরোর সিনেটর নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৭:২৪:২৯ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ